দেশের প্রত্যেকটি শৈবতীর্থে পুণ্যার্থীর ঢল।


শনিবার,২২/০২/২০২০
685

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

শিবরাত্রি উপলক্ষে শুক্রবার দেশের প্রত্যেকটি শৈবতীর্থে পুণ্যার্থীর ঢল।পুন্যলাভের আশায় আশায় কলকাতা সহ শহরতলির বিভিন্ন শিব মন্দিরে এদিন ছিল উৎসাহী ভক্তের ঢল। এছারা সোমনাথ মন্দির ও তারকেশ্বর মন্দিরেও এদিন বহু ভক্তের ভিড় ছিল। নিয়ম নিষ্ঠা সহকারে শিবরাত্রী পুজোয় অংশগ্রহন করেছিল দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ভক্তরা। সারাদিন নির্জলা উপোস করে নিজের পরিবার ও আন্তীয় স্বজনের শুভ কামনায় মন্দিরে উপস্থিত হয়েছিল অগনিত ভক্তবৃন্দ। এদিন দেশের প্রত্যেকটি শৈবতীর্থে পুণ্যার্থীর ঢল ছিল চোখে পড়ার মত।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট