ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরমতী আশ্রম ঘুরে দেখালেন সস্ত্রীক ট্রাম্পকে। গান্ধীজির মূর্তিতে মাল্যদানের পর আশ্রমের ভিতরে চরকার কাটার জায়গায় উপস্থিত ট্রাম্প, মেলানিয়া, মোদি। আশ্রমের কর্মীদের সাহায্যে চরকা কাটলেন ট্রাম্প দম্পতি। ঘুরে দেখলেন আশ্রম চত্বর। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের সুরক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজার পুলিসকর্মীকে মোতায়েন করা হয়েছে আমেদাবাদে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়েছে তিন শহর।গুজরাতে অনুষ্ঠান পর্ব শেষে উত্তরপ্রদেশে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। উদ্দেশ্য, তাজমহল দর্শন। এবার নিজের গাড়ির উদ্দেশ্যে সস্ত্রীক ট্রাম্প এগিয়ে যাচ্ছেন তাঁর সাথে রয়েছেন প্রধানমন্ত্রী, এবার তাদের গন্তব্য মোতেরা স্টেডিয়াম। ঝাঁকে ঝাঁকে সাধারন মানুষ রাস্তার দুইপাশে দাঁড়িয়ে রয়েছেন স্বাগত জানানোর জন্য।
চরকা কাটলেন ট্রাম্প। কীভাবে চরকা কাটতে হয়, তা বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী।
সোমবার,২৪/০২/২০২০
530
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---