পূর্ব ভারতে ভারতীয় খনি শিল্পের সম্ভাবনা খতিয়ে দেখলেন অস্ট্রেলিয়ার রিসোর্স প্রতিনিধিরা

অস্ট্রেলিয় রিসোর্স ডেলিগেশনের ১৬ জন সদস্য বর্তমানে এসেছেন কলকাতায়। তাঁরা এসেছেন অস্ট্রেলিয়া—ভারত ব্যবসায়িক বিনিময় ২০২০র (এআইবি—এক্স) অংশ হিসাবে। পূর্ব ভারতে ভারতীয় খনি শিল্পের সঙ্গে অস্ট্রেলিয়ার সহযোগিতার সম্ভাবনাগুলি খতিয়ে দেখছেন তাঁরা।

ভারতের খনি শিল্প বিষয়ে আলোচনা

অস্ট্রেলিয়ার রিসোর্স ডেলিগেশন কলকাতায় থাকার সময়ই আজ কলকাতায় এক প্যানেল আলোচনার আয়োজন করে অস্ট্রেলিয় সরকারের অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন (অসট্রেড)। আলোচনার শিরোনাম ছিল, ‘ভারতের খনি শিল্প—লক্ষ্য, সংস্কার ও রোডম্যাপ।’

আলোচকদের প্যানেলে ছিলেন ভারতের বিভিন্ন শিল্প সংস্থা ও ইস্পাত শিল্পের অগ্রণী সংস্থাগুলির ব্যবসায়িক প্রতিনিধিরা এবং অন্যান্য পরিকাঠামো বিশেষজ্ঞরা। বক্তারা খনি শিল্পের এখনকার অবস্থা, জাতীয় স্তরে উৎপাদনের লক্ষ্যমাত্রা, সংস্কার এবং এই সেক্টরের উন্নয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা করেন।

ভারতে সাম্প্রতিক নীতি পরিবর্তন এবং তার প্রভাব, আন্তর্জাতিক খনি শিল্প, যন্ত্রপাতি, প্রযুক্তি, এবং পরিষেবা (এমইটিএস)সংক্রান্ত বিশেষজ্ঞদের চাহিদা এবং ভবিষ্যতের রোডম্যাপ নিয়েও আলোচনা হয়।

এই আলোচনায় মুখ্যত যাঁরা অংশগ্রহণ করেছেন তাঁদের মধ্যে ছিলেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইনডাস্ট্রি (মাইনিং অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ডিভিশন)এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং করমচাঁদ থাপার অ্যান্ড ব্রাদার্সের চিফ মেন্টর ভি কে অরোরা, (কোল সেলস) লিমিটেড, স্বয়ম্ভু ন্যাচারাল রিসোর্স লিমিটেড (শ্রেয়ি গ্রুপ)এর অ্যাডভাইজার আর পি রিটোলিয়া, এস অ্যান্ড টি মাইনিং কোম্পানি প্রাইভেট লিমিটেড (সেইল ও টাটা স্টিলের যৌথ উদ্যোগ)—এর ম্যানেজিং ডিরেক্টর হর্ষ সচদেব, মাইন লাইন প্রাইভেট লিমিটিডের ম্যানেজিং ডিরেক্টর নন্দিনী চক্রবর্তী, এবং ডিএমটি কনসাল্টিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ কুমার সিনহা।

সন্ধেয় অস্ট্রেলিয়ার ডেলিগেট, অস্ট্রেলিয় সরকারের প্রতিনিধি এবং ভারতের খনি শিল্পে জড়িত সংস্থার প্রতিনিধিদের নেটওয়ার্কিং রিসেপশনের ব্যবস্থা করা হয়।এঁদের মধ্যে ছিলেন উপদেষ্টা, ভূ—খনি শিল্পের কনসালটেন্সি সংস্থা, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও পার্টনাররা।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

2 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

2 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

2 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

2 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

2 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: