রাজধানীর রাজপথে বেশ কয়েকদিন ধরে ঘটে চলা ঘটনা ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। কেন এমন ঘটনা ঘটল? কেন এইভাবে ঝড়ে গেল এত প্রান? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সাধারনের মনে। এছাড়া জানা যাচ্ছে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দিল্লি সরকার ও প্রশাসন। উপদ্রুত এলাকায় ত্রাণ বিলি করা হচ্ছে। মানুষ ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে নিত্যপ্রয়োজনীয় কাজ করছেন। বাজার খুলেছে।অন্যদিকে দিল্লির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এমনটাই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বেশ কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী। উঠেছে বিভিন্ন ধরনের স্লোগান। বেশ কয়েকটি দেওয়ালে লেখা ‘শিক্ষা হ্যায় তো সওয়াল হ্যায়।’ ।
‘শিক্ষা হ্যায় তো সওয়াল হ্যায়।’
শনিবার,২৯/০২/২০২০
323
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---