“আমরা হিংসা চাই না, অশান্তি চাই না”।


শনিবার,২৯/০২/২০২০
258

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, সিলমপুর-সহ একাধিক এলাকায় হিংসার আগুন জ্বলে ওঠে। একের অপরের উপর লাঠি, রড নিয়ে চড়াও হয় দু’পক্ষ। একাধিক এলাকায় ওঠে গুলি চালানোর অভিযোগ। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও শান্ত।অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দিল্লি সরকার ও প্রশাসন। উপদ্রুত এলাকায় ত্রাণ বিলি করা হচ্ছে। সরকারের পাশাপাশি হিংসা কবলিতদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবীরা । সুত্রের খবর শুক্রবার দিনের শেষে দিল্লিতে মৃত্যুসংখ্যা ৪২ ছুঁয়েছে।

 

এছাড়া এখনও পর্যন্ত  আহত অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ, । ইতিমধ্যে হিংসার ঘটনায় ১৩০টি এফআইআর দায়ের হয়েছে। গুলি চালানোর ঘটনায় আলাদা করে ৬৫টি অভিযোগ দায়ের হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৬৩০জন। পুলিশের আশ্বাসে রাস্তায় বের হচ্ছে উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দা। খুলছে হাতেগোনা দোকান-পাটও।  আগামী কয়েক দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদী প্রশাসন। সবমিলিয়ে দিল্লির পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আমজনতার এখনও একটাই আবেদন “আমরা হিংসা চাই না, অশান্তি চাই না”।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট