চারিদিকে এখনও ভাসছে পোড়া গন্ধ।


শনিবার,২৯/০২/২০২০
602

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

গত রবিবার থেকে অশান্তি শুরু হয়েছিল রাজধানী শহরে। সময় যত এগিয়েছে ততই বেড়েছে উত্তাপ। হিংসার বলি হয়েছে ৪২ জন। আহত ৩০০-রও বেশি মানুষ। বাতাসে তাজা বারুদের গন্ধে, একের পর এক বাড়িতে অগ্নি সংযোগ সাথে দোকানপাট ভাঙচুর। বেশ কয়েকদিন ধরে রাজধানী দিল্লীর ছবিটা ছিল ঠিক এইরকম। হাসপাতাল গুলিতে চিৎকার প্রিয়জনকে হারানোর বেদনায় শোকাহত গোটা পরিবার। প্রাথমিক এই ধাক্কা এখনও সামলাতে পারেনি অনেকেই।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

 

চোখের সামনে এমন ঘটনা ঘটে যাবে অনেকেই কল্পনাও করতে পারেনি। নিমেষের মধ্যেই ধংসস্তুপে পরিনত হয়েছিল রাজধানী। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাত পর্যন্ত হিংসাত্মক ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৩৮, শুক্রবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ৪২-এ পৌঁছেছে|  এছাড়াও ২০০ জনেরও বেশি বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| একটু একটু করে পাল্টাচ্ছে দিল্লির চেহারা। নিস্তব্ধ রাজধানী, শোকের ছায়া নেমে এসেছে গোটা দিল্লী জুড়ে। মাঝে মাঝে সেই নিস্তব্ধতা ভেঙে শোনা যাচ্ছে বুকভাঙা হাহকার ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট