শনিবার সকাল থেকেই দোকানপাট খুলেছে উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায়।


শনিবার,২৯/০২/২০২০
265

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে দিল্লী খুলছে দোকানপাট, কিন্ত রাজধানীর রাজপথে সেভাবে সাধারনের যাতায়াত নেই। তবে স্বাভাবিক হচ্ছে দিল্লী। অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দিল্লি সরকার ও প্রশাসন। উপদ্রুত এলাকায় ত্রাণ বিলি করা হচ্ছে। সরকারের পাশাপাশি হিংসা কবলিতদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবীরা ।এছাড়া জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, ‘চাপা উত্তেজনা থাকলেও, পরিস্থিতি এখন শান্তিপূর্ণ|

 

রাস্তাঘাটে যানচলাচল সঠিক ভাবে হলেও আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা।রাজধানীর এমন পরিস্থিতিতে বদলি করা হয়েছে দিল্লির পুলিশ কমিশনারকেও। নয়া পুলিশ কর্তা সাফ জানিয়েছেন, কাউকে রেয়াত করা হবে না। অশান্তিতে মদত জুগিয়েছে যারা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 

দিল্লির তেগবাহাদুর হাসপাতাল সূত্রে খবর, গোটা ঘটনায় জখম অবস্থায় ভরতি হয়েছিলেন প্রায়২৫০ জন । তাঁদের মধ্যে এখনও ৩৫জন চিকিত্‍সাধীন । তবে নতুন করে সংঘর্ষ না দেখা দিলেও, এখনও বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। সবরকমের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে  টহল দিচ্ছে র‌্যাপিড অ্যাকশন ফোর্স । ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে উত্তর-পূর্ব দিল্লি| শুক্রবার উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় দোকান খুলতে দেখা গিয়েছে| রাস্তাতেও বেরিয়েছেন সাধারণ মানুষ|

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট