সিএএ প্রণয়নকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ বলে উল্লেখ করে শাহের দাবি, ‘‘সিএএ-র জন্য ভারতের এক জন মুসলিমও নাগরিকত্ব হারাবেন না। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের এ দেশে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন।শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের দোষ দিয়ে বললেন, তাঁরাই ওই আইন নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। উত্তরপূর্ব দিল্লির হিংসা, অশান্তির জন্য বিরোধীদের দিকে আঙুল তুললেন অমিত শাহ। এর পরে অমিত আশ্বস্ত করে বলেন, কোনও মুসলিম এই আইনের ফলে নাগরিকত্ব হারাবেন না।
Auto Amazon Links: No products found.