আজ হাটগাছায় সিএএ ও এন আর সি বিরোধী জনসভায় জনজোয়ার


শনিবার,২৯/০২/২০২০
661

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দক্ষিন ২৪ পরগনাঃ আজ দক্ষিন ২৪ পরগনার হাটগাছায় সিএএ ও এন আর সি বিরোধী জনসভা কার্য়ত জনজোয়ারের রুপ নেয়। এদিন সকাল হতে দুপুর গড়াতেই এলাকার স্থানীয় মানুষজন এই জনসভায় উপস্থিত হন। এছাড়া আজকের জনসভায় হাজির ছিলেন তৃনমূলের শীর্ষ স্তরের নেতৃবৃন্দ। কাইজার আহমেদ , নান্নু হোসেন , আব্দুর রহিম ,সহ অন্যান্যরা। এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি CAA, NRC. NPR এর বিরুদ্ধে বামনঘাটা অঞ্চলে তৃনমূল কংগ্রেসের আহ্বানে এই জনসভার আয়োজন করা হয়। এদিনের জনসভায় সাধারন মানুষ স্বতস্ফুর্ত ভাবে যোগদান করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট