কাইজার আহমেদের উদ্যেগে ভাঙ্গড়ে রক্তদান শিবির


শনিবার,২৯/০২/২০২০
537

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ভাঙ্গড়ঃ ভাঙড়ের রাজনীতি জগতে অত্যান্ত পরিচিত তিনি। শুধুমাত্র রাজনীতি নয় সমাজের সবর্স্তরের সমস্যার সমাধানে তিনি এর আগেও বহুবার এগিয়ে এসেছেন বহুবার। পাশাপাশি স্থানীয় এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজে বারবার এগিয়ে এসেছেন, । ভাঙ্গড়ে সাধারন মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা রয়েছে বেশ অনেকখানি। আজ তাঁর উদ্যেগে দক্ষিন ২৪ পরগনার ভাঙ্গড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার বহু সাধারন মানুষ আজকের রক্তদান শিবিরে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন। এছাড়া শুধুমাত্র এলাকার সাধারন মানুষ নয় এলাকার গন্ডির বাইরে বহু সাধারন মানুষ আজ রক্তদান করেন । এদিন বিশিষ্ট সমাজসেবী কাইজার আহমেদ জানান আমাদের প্রতিদিনের জীবনে রক্তের প্রয়োজনীয়তা রয়েছে অনেকখানি। একজন মুমুর্ষ রোগী এই রক্তের মাধ্যমে বাঁচে, এই রক্তদান শিবিরের তাদের মুল উদ্দেশ্যে দেশে যে সাম্প্রদায়িক হিংসা ঘটছে তাঁর অবসান হোক, দেশে শান্তি ফিরুক। যারা দাঙ্গাবাজ তাদের বিনাশ হোক। আজ এই রক্তদান শিবিরে রক্তের দানের মধ্যে দিয়ে সম্প্রীতির পরিবেশ বজায় থাক, । এছাড়া আজকের রক্তদান শিবিরে সাধারন মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট