কলকাতাঃ চলতি বছরে বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। ফের একবার বৃষ্টির পুর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।অর্থাৎ চলতি সপ্তাহে ফের একবার বৃষ্টির ভ্রুকুটি রয়েছে তা বলাই যায়।
Auto Amazon Links: No products found.