উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বি এম মেমোরিয়াল স্কুলের বাৎসরিক অনুষ্ঠান


সোমবার,০২/০৩/২০২০
631

হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত বি এম মেমোরিয়াল স্কুলের বাৎসরিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয়া সাজদা আহমেদ, প্রাক্তন সাংসদ এবং উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি, উলুবেড়িয়া কাউন্সিলর ইনামুর রহমান,প্রয়াত বিধায়ক হায়দার আজিজ শফি সাহেবের পুত্র হামিদ শফি, ইয়াসির হায়দার,সেখ রেজাউল(চিতা),প্রমুখ।
সভাপতিত্ব করেন স্কুলের সম্পাদক রাজা মল্লিক।

হামিদ শফি তার ভাষণে বলেন আমার পিতা মরহুম হায়দার আজিজ শফি সাহেব উলুবেড়িয়া পৌরসভা সহ বিভিন্ন জায়গায় উন্নয়ন করে গেছেন,ইতি পূর্বে সেরকম উন্নয়ন কেউ করতে পারেনি।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা দলের নির্দেশে উলুবেড়িয়া পৌরসভা নির্বাচনে আমাকেও মুখ্য ভূমিকা নেবার কথা বলা হয়েছে।যে নির্বাচন কমিটি উলুবেড়িয়া পৌরসভার প্রার্থীদের নাম মুখ্যমন্ত্রী কে পাঠাবেন সেখানে আমি ছাড়াও সাংসদ সাজদা আহমেদ,বিধায়ক পুলক রায়,বিধায়ক ইদ্রিশ আলি এবং বেনুকুমার সেন থাকবেন।আমরা ঠিক করবো কে প্রার্থী হবেন।সাংসদ সাজদা আহমেদ বি এম মেমোরিয়াল স্কুলের পরিচালনার প্রশংসা করেন।বিধায়ক ইদ্রিশ আলি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায় যেভাবে শিক্ষার উন্নয়ন করে চলেছেন তা বাংলার মানুষ চিরকাল মনে রাখবেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট