অমিত শাহ শহীদ মিনারের সভায় বলেন, মোদীজি সিএএ এনেছেন। পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্থানের সংখ্যাবলঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে।সিএএ-র মাধ্যমে একজন মুসলিমেরও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, দেওয়াই এই আইনের উদ্দেশ্য। বিরোধীরা মিথ্যে বলছে। হিংসা ছড়ানো হচ্ছে পরিকল্পিত ভাবে। রবিবার শহর কলকাতায় শহিদ মিনারে সভা শেষে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন অমিত শাহ। মা কালীর পায়ে দুধ ঢালার পর তিনি অঞ্জলি দেন ও আরতি করেন। সুত্রের খবর মা কালীকে ভোগ নিবেদনের কিছুক্ষণ পরই মন্দিরে এসে পৌঁছন স্বরাষ্ট্র মন্ত্রী। এরপর মায়ের মূর্তির সামনে করজোড়ে দাঁড়িয়ে পড়েন তিনি।
Auto Amazon Links: No products found.