দক্ষিন ২৪ পরগনাঃ সোমবার দক্ষিন ২৪ পরগনার বারুইপুর সংশোধনাগারে ধুন্ধুমার। জানা গিয়েছে হটাত কয়েদিদের মধ্যে মারামারি শুরু হয় এরফলে পরিস্থিতি মুহুর্তের মধ্যে উত্তেজনাপুর্ন হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামেন সাব জেলার শ্যামল চক্রবর্তী । দীর্ঘক্ষণ চলতে থাকে এই তাণ্ডব।রাত পর্যন্ত পরিস্থিতি ছিল উত্তপ্ত।এই ঘটনায় মুহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত পুলিশ তলব করে জেল কর্তৃপক্ষ। বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়।এরপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
উত্তপ্ত বারুইপুর সংশোধনাগার
মঙ্গলবার,০৩/০৩/২০২০
815

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---