রাজপথে আইনজীবীরা, সংহতি কলকাতার সাহিনবাগের আন্দোলনকারীদের


বুধবার,০৪/০৩/২০২০
834

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে গোটা দেশজুড়ে আন্দোলন চলছে। এরই মধ্যে ঘটে গিয়েছে দিল্লির হিংসার ঘটনা। যে হিংসার বলি হয়েছেন বহু মানুষ। প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। গর্জে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গন সংগঠনের সদস্যরা। মঙ্গলবার কলকাতা মহানগরীতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এবং দিল্লীর হিংসার ঘটনার প্রতিবাদে পথে নামলেন কলকাতার আইনজীবিদের একটা অংশ। মল্লিকবাজার মোড় থেকে মিছিল করে তাঁরা পার্ক সার্কাস ময়দান পর্যন্ত যান। কলকাতা শাহিনবাগ পার্ক সার্কাস ময়দানে আন্দোলনরত আন্দোলনকারীদের সংহতি জানাতে তাদের এই কর্মসূচি বলে জানান আইনজীবীরা।

এদিনের এই কর্মসূচিতে বিজেপি বিরোধী আইনজীবিদের বিভিন্ন সংগঠন অংশ নিলেও তৃণমূল পন্থী সংগঠনের কোনো সদস্য অংশগ্রহণ করেননি। আইনজীবীদের পক্ষে সুব্রত মুখোপাধ্যায় বলেন, দিল্লির হিংসার ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন নীরব ছিলেন। মুখ্যমন্ত্রীর এই নীররবতা বিজেপি এবং তৃণমূলের আঁতাতের অভিযোগকেই সামনে নিয়ে আসে। সে কারণেই তৃণমূল পন্থী সংগঠনকে তারা জানাননি এই কর্মসূচিতে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট