কবিতা ।। শুধু আবেগ – ঝুমা


শুক্রবার,০৬/০৩/২০২০
3248

শুধু আবেগ

ঝুমা

সোনা নয়, হীরে নয়, নয়কো কোটির আশা,
তারে ঘিরে ধরে রাখো,সে যে ভালোবাসা।
বর্ণ নয়, ধর্ম নয়, নয়কো বেশভূষা,
তারে ঘিরে ধরে রাখতে হয় সে যে ভালোবাসা।
রূপ নয়, রঙ নয়, নয় শারীরিক নেশা,
হৃদয় পেঁচিয়ে প্রস্ফুটিত সে যে ভালোবাসা।
চাঁদ নয়, তারাও নয়, নয় আকাশেতে ভাসা,
মাটিতে একটু জল দিলেই ফুটবে ভালোবাসা।
তুমি নয়, আমিও নই, শুধু আমাদের ভাষা,
চারি অক্ষর হাত ধরে মোদের ‘ভালোবাসা’।
ব্যস্ত নয়,ত্রস্ত নয়, শুধু ন্যস্ত হলে পরে, (saibal)
ভালোবাসায় কষ্ট নয় শুধু ‘ওগো’ ‘কিগো’ করে।
গুন নয়, ভাগও নয়,কোন অঙ্ক নাই তায়,
ভালোবাসা শুধু খালি আবেগ টুকুই চায়।
সোনা নয়, হীরা নয়, নয়কো ঘোড়া, হাতি,
তারে যত্ন করলে পেয়ে যাবে আজীবনের সাথী।

ঝুমা

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট