পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য


শনিবার,০৭/০৩/২০২০
879

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

এই বছরে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের পরবর্তী ঘটনা ঘিরে বিতর্কের সুত্রপাত হয়।এছাড়া এই বছর বসন্ত উৎসবের পরবর্তী ঘটনার পর নিন্দায় সরব হন দেশের শিক্ষাবিদদের একাংশ। দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। কিভাবে ভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা বসন্ত উৎসবে কিভাবে এমন ঘটনা ঘটল সে বিষয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এছাড়া বসন্ত উৎসব উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেনজির অসভ্যতার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী।

 

শুক্রবার রাতের দিকে শিক্ষামন্ত্রীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। কিন্তু সেই পদত্যাগপত্র গ্রহণ করল না নবান্ন। উপাচার্যকে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। সুত্রের খবর এই উৎসবের পরবর্তী ঘটনায় পড়ুয়াদের এমন কীর্তিতে নিন্দার ঝড় ওঠে রাজ্যের শিক্ষামহলে । এছাড়া বিষয়টি জানতে পেরে শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিঁথি থানায় অভিযোগ দায়ের করে। পাঁচ বহিরাগত পড়ুয়াকে চিহ্নিতও করে বিশ্ববিদ্যালয়।  শুক্রবার তাঁরা বিশ্ববিদ্যালয়ে এসে মুচলেকা দিয়ে অবশ্য ছাড়া পেয়ে যান। অভিভাবকরা এসে তাঁদের নিয়ে যান।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট