অজিবাহিনীকে হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাবে প্রমিলাবাহিনী।


রবিবার,০৮/০৩/২০২০
516

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

হরমনপ্রীতের নেতৃত্বে প্রথম বারের জন্য বিশ্বকাপের হাতছানি ভারতের সামনে।আজ মেলবোর্নে প্রায় ৯০ হাজার দর্শক থাকবেন। এই বিষয়টি নিয়ে খুশি হরমনপ্রীত। তিনি জানিয়েছেন, ‘প্রথমবার আমরা স্টেডিয়ামে ৯০ হাজার দর্শক দেখতে পাব। এটা দারুণ অনুভূতি। এ বারের বিশ্বকাপে শেফালির একটি শট ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে।ভারতের এই বিধ্বংসী ক্রিকেটার সম্পর্কে ওয়াকিবহাল ইংল্যান্ড ওপেনার ডানি ওয়ায়েট।টুর্নামেন্টের শুরু থেকে ভারতের হয়ে অনবদ্য পারফরম্যান্স করে দারুণ নজর কেড়েছেন ১৬ বছরের শেফালি ভার্মা। এখনও পর্যন্ত চার ম্যাচে ১৬১ রান করে ফেলেছেন তিনি।আন্তর্জাতিক নারী দিবসে কার হাতে ট্রফি উঠবে, তা দেখতে মেলবোর্নে হাজির হতে পারেন ৯০ হাজার দর্শক ।বিশাল সংখ্যক দর্শকের সামনে খেলা মোটেই চাপের নয়, স্পষ্ট জানিয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। পাশাপাশি আজ অজিবাহিনীকে হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাবে প্রমিলাবাহিনী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট