উপাচার্য হিসেবে সব্যসাচী বসু রায়চৌধুরিকেই কাজ চালিয়ে যেতে বললেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।


রবিবার,০৮/০৩/২০২০
772

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বসন্তোৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার যে বেনজির ঘটনা ঘটেছিল রবীন্দ্রভারতী প্রাঙ্গণে তার দায় নিয়ে পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসুরায়চৌধুরি। এরপর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন, উপাচার্যের তো ইস্তফা দেওয়ার কথা নয়। আমি তাঁর সঙ্গে কথা বলেছি। এও বলেছি, আপনার ইস্তফাপত্র দপ্তর গ্রহণ করতে পারবে না। আপনি ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ চালিয়ে যান। শুধু শিক্ষামন্ত্রীই নন, পড়ুয়া এবং শিক্ষকরাও তাঁকে একই আবেদন জানান।শিক্ষামন্ত্রীর কথায় সাড়া দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ চালিয়ে যাবেন বলে জানান উপাচার্যও।উপাচার্যকে ইস্তফা ফেরানোর আর্জি জানিয়ে এ দিন ক্যাম্পাসে জড়ো হয়েছিলেন পড়ুয়াদের একাংশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট