করোনা ভাইরাসের প্রভাব এবার রঙেও


রবিবার,০৮/০৩/২০২০
772

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ দিনদিন করোনা ভাইরাস থাবা বসাচ্ছে এই দেশেও। এছাড়া দেশের বিভিন্ন বিমান বন্দর গুলিতে ইতিমধ্যে কড়া নজরদারি শুরু করা হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের মোকাবিলা করতে একাধিক নির্দেশ জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। পাশপাশি বিশেষজ্ঞরাও সাধারন মানুষকে আরও অনেক বেশী স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আজ রাত পোহালেই দোল। তবে অন্যবারের তুলনায় এবারের দোল উৎসবে উন্মাদনা অনেকটাই কম। শহরের বুকে এই বছর সেভাবে রঙের পসরা সাজিয়ে বসেননি বিক্রেতারা।

 

এছাড়া হাতে গোনা কয়েকটি দোকানের দেখা মিললেও সেভাবে ক্রেতার দেখা নেই। ফলে স্বাভাবিক ভাবে চিন্তার ভাজ পড়েছে বিক্রেতাদের কপালে। বর্তমানে মারন ভাইরাসের আতঙ্কে অনেকেই রঙ কিনছেন না , রঙ থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রাখছেন সাধারন মানুষ। করোনার ভাইরাস থাকতে পারে এই আশঙ্কায় কিনতে চাইছেন না অনেকেই। লক্ষ লক্ষ টাকার আবির, রঙ, পিচকারি, মুখোশ রয়েছে। বিক্রি না হলে কি হবে ভেবে উঠতে পারছেন না বিক্রেতারা। লাভের আশায় পসরা সাজিয়ে এখন চিন্তায় পড়েছেন তাঁরা। শহর সহ জেলার বিভিন্ন রঙের বাজার গুলিতে একই ছবি। স্বাভাবিক ভাবে এওমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় হতাশ ব্যাবসায়ীরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট