বাংলাদেশের হিলি স্থল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ


বুধবার,১১/০৩/২০২০
689

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতে দোলযাত্রা ও হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানিরপ্তানি বন্ধ রয়েছে।  তবে ১১ মার্চ বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে আমদানিরপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন। তিনি আরো জানান, দোলযাত্রা ও হোলি উৎসব উপলক্ষে আজ মঙ্গলবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানিরপ্তানি বন্ধ রয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশন থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানান, ভারতে দোল যাত্রা ও হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানিরপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতবাংলাদেশের মধ্যে পাসপোটধার্রী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড এর মিডিয়া উইং সোহরাব হোসেন মল্লিক জানান, দোলযাত্রা ও হোলি উৎসব উপলক্ষে ভারতীয় রপ্তানিকারকরা তাদের পন্য আজ সকাল থেকে রপ্তানি বন্ধ রেখেছে। তবে পানামা পোর্ট অভ্যন্তরে লোডআনলোড স্বাভাবিক রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট