সেক্টর ফাইভের নবদিগন্ত আইটি ডাকঘর থেকে শুরু হল ভারতের প্রথম ডিজিটাল পার্সেল লকার পরিষেবা


বৃহস্পতিবার,১২/০৩/২০২০
682

ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল এর উদ্যোগে ও জনসাধারণের সুবিধার্থে আজ সল্টলেক সেক্টর ফাইভের নবদিগন্ত আইটি ডাকঘর থেকে শুরু হল ভারতের প্রথম ডিজিটাল পার্সেল লকার পরিষেবা। সল্টলেক সিটির নবদিগন্ত আইটি ডাক ঘর ছাড়াও নিউটাউন আকশন এরিয়া ওয়ানের ডাক ঘরেও এই পরিষেবা শুরু হল। আজ সল্টলেক নবদিগন্ত আইটি পোস্ট ঘরে এই ডিজিটাল পার্সেল লকার পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার গৌতম ভট্টাচার্য, কলকাতা রিজিওনের পিএমজি অমিতাভ সিং।

এই ডিজিটাল পার্সেল লকার পরিষেবা ২৪ ঘটনা চালু থাকবে। যেকোনো সময় এই দুই পোস্ট ঘরের কিয়স্কে এসে পার্সেল সংগ্রহ করা যাবে গ্রাহকের মোবাইলে মেসেজ ও ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে। যে সকল গ্রাহকের পরিবারের সকলেই কাজের সুবাদে বাড়ির বাইরে থাকেন সেই সময় পোস্টম্যান গিয়ে ঘুরে আসেন তাঁদের কথা মাথায় রেখে বিনামূল্যে এই পরিষেবা চালু করা হল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট