গোটা বিশ্বে দেড় লক্ষ আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫,৭০০জনেরও বেশি মানুষ। বিশ্বের ১২৩টি দেশ এই মুহূর্তে করোনা কবলিত। বেড়ে চলেছে মৃত্যুর আর আক্রান্তের সংখ্যাও।নতুন সংক্রামিতের সংখ্যা ৭০ হাজারের কাছাকাছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, চিনে ভাইরাস আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে সাত লক্ষ। চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস থাবা বসিয়েছে ইউরোপ, এশিয়া, আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে।ইউরোপে ইতালির পর সবচেয়ে বেশি করোনা সংক্রামণের ঘটনা ঘটেছে স্পেনে। এছাড়া ইরানে করোনা ভাইরাসে মৃত বেড়ে ৫১৪। করোনায় গোটা বিশ্বে ৫ হাজারের বেশি মৃত্যু হয়েছে ইতিমধ্যে। বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে করোনা ভাইরাস।
Auto Amazon Links: No products found.