সোমবার থেকে রাজ্যের সব আদালতে কর্মী সংখ্যা অর্ধেক বা তার থেকেও কম করে দেওয়ার নির্দেশ


রবিবার,১৫/০৩/২০২০
594

কলকাতা: সোমবার থেকে রাজ্যের সব আদালতে কর্মী সংখ্যা অর্ধেক বা তার থেকেও কম করে দেওয়ার নির্দেশ। আদালত চত্বরে জমায়েত কমাতেই এমন নির্দেশ হাইকোর্ট প্রশাসনের তরফে। পাশাপাশি জুডিশিয়াল অ্যাকাডেমির সমস্ত কাজ স্থগিত করে দেওয়ার নির্দেশ জারি হয়েছে। করোনা আতঙ্ক পরিস্থিতির মোকাবিলায় রবিবার হাইকোর্টে বিশেষ বৈঠকে বসেন ৩ বিচারপতি।

বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় বৈঠকে বসেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রাের নির্দেশিকা মাথায় রেখে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক থেকে। রবিবার দুপুরে হাইকোর্ট রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় বিজ্ঞপ্তি জারি করে আদালত চত্বরে করোনার করণীয় ঘোষণা করেন। জমায়েত কমাতে কলকাতা হাইকোর্টের সোমবার থেকে স্বাভাবিক কাজকর্ম হবে না। একমাত্র জরুরী মামলাগুলির শুনানি করবেন বিচারপতিরা। জরুরি শুনানির মামলা কোনগুলি হবে তা সোমবার থেকে এজলাসে জানিয়ে দেবেন হাইকোর্টের বিচারপতিরা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট