করোনা ভাইরাস- জেনে নিন কোন ধরণের মাস্ক ব্যবহার করবেন ?

করোনা ভাইরাস আর মাস্ক সংবাদ।

কোনও গুজব নয়, আতঙ্ক নয় – বিশেষজ্ঞ, চিকিৎসক, হু এর নির্দেশিকা মেনে চলুন।

তিন রকমের মাস্ক এর কথা উঠছে।
১) সার্জিক্যাল মাস্ক বা থ্রি লেয়ার মাস্ক
২) N95 রেসপিরেটর মাস্ক
৩) শাড়ির টুকরোর মাস্ক

তিনটে দিয়েই ফিল্টার করা যায়। ক্ষুদ্র কনিকা বা জীবন্তু ক্ষুদ্র বস্তু আটকানো যায়।

এবার কথা হলো ক্ষুদ্র মানে কতো ক্ষুদ্র এবং তার ধরণ ধারণ কি!

ক্ষুদ্র জীবন্ত বস্তুর কথা আসছে কেন?
না, করোনা ভাইরাস হলো অতিক্ষুদ্র এক জীবন্ত বস্তু।

ভাইরাসের আকৃতি কেমন হয়?
না, মোটামুটি ০.০২ – ০.২৫ মাইক্রন বা মাইক্রোমিটার।

এক মাইক্রোমিটার মানে হলো এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগ।

বুঝতে সুবিধে হয় যদি বলা যায়, ১ টা চুলের ব্যাস হলো ৫০ মাইক্রোমিটার, আমরা একটা চুল দেখতে পাই কিন্তু ৪০ মাইক্রোমিটারের নীচে আর কিছু দেখতে পাইনা। তাই ভাইরাসকে আমরা দেখতে পাইনা। কারণ তা একটা চুলের ২০০০ ভাগেরও কম।

এবার এই ভাইরাস বায়ু বাহিত হতে পারে আবার মানুষের স্পর্শ, হাঁচি, কাঁশি থেকে সংক্রমিতও হতে পারে।

যেমন সোয়াইন ফ্লু বা জিকা হলো বায়ু বাহিত ভাইরাল ইনফেকশন। এতে করে বায়ুর ক্ষুদ্রতম কনিকাগুলো এই ভাইরাসকে বহন করে নিয়ে গিয়ে মানুষকে সংক্রামিত করে।
সোয়াইন ফ্লু ভাইরাস H1N1 র আকৃতি হলো ১২ মাইক্রন, জিকার আকৃতি হলো ০.০৪ মাইক্রন।

এগুলি আটকাতে N95 respirator musk প্রয়োজন। এই মাস্ক ০.০৩ মাইক্রন আকৃতির কনিকাকে ৯৫% পর্যন্ত আটকাতে পারে।

কিন্তু করোনা ভাইরাস বায়ু বাহিত নয় – এই ভাইরাস সংক্রমন মানুষের হাঁচি, কাঁশির কফের কনিকা থেকে হয়।

এখন এই কফ কাঁশির কনিকার আকৃতি কেমন?
০.১ – ৯০০ মাইক্রন।

এবারে দেখি কোন মাস্ক কোন আকৃতির কনিকা আটকাতে পারে।

NS95 মাস্ক – ০.০৩ মাইক্রন
সার্জিকাল মাস্ক – ০.১- ১০ মাইক্রন
সাধারণ কাপড়ের টুকরোর মাস্ক – ২০ মাইক্রন।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস আটকাতে সাধারণ মানুষের সার্জিকাল মাস্ক বা থ্রী লেয়ার মাস্কই যথেষ্ট। N95 respirator musk এর প্রয়োজন নেই।

N95 মাস্ক প্রয়োজন হলো চিকিৎসকদের, যারা সংক্রামিত রোগীর সংস্পর্শে আসেন।

কিন্তু কখনই ২০ মাইক্রন কনিকা আটকাতে পারে যে সাধারণ কাপড়ের টুকরো, তা কখনই ব্যবহার করা উচিৎ নয়, কারণ কফের কনিকার আকৃতি ০.১ থেকে শুরু। ফলে কাপড়ের টুকরোর ব্যবহার হবে মারাত্মক ফলদায়ক।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

5 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

5 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

5 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

6 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

6 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

6 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: