শুধু ভারতে নয়, বিপর্যয় সারা দুনিয়াতেই।


মঙ্গলবার,১৭/০৩/২০২০
680

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

চিনের ইউহান থেকে যে করোনাভাইরাসের সূত্রপাত হয়েছিল গত ডিসেম্বরে, গত চার মাসে তার সংক্রমণ ঘটেছে সারা বিশ্বে। ভারত সহ দুনিয়ার শতাধিক দেশে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটেছে। এর ফল পরেছে পরোক্ষভাবে শেয়ার বাজারে, শেয়ার বাজারে একদিনে সবচেয়ে বড় পতন । সেনসেক্স পড়ল ৮.৯৮ শতাংশ। নিফটির পতন ৯.০৯ শতাংশ। কখনও একদিনে এত বড় পতন হয়নি শেয়ার বাজারে।শুধু ভারতেই নয়, শেয়ারবাজারে ধস নেমেছে এশিয়া, ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে। করোনার জেরে লগ্নিকারীরা ভীত। একসঙ্গে ৭৩০টি শেয়ারের দাম পড়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট