হাওড়া, উলুবেড়িয়া: করোনা ভাইরাস থেকে সচেতনতার জন্যে উলুবেড়িয়ার বীরশিবপুর শক্তি সংঘের উদ্যোগে এলাকায় মাইকিং প্রচার চলছে।এবং প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্য বিধান মেনে চলে তার জন্যে এলাকার বাড়ীতে বাড়িতে লিফলেট বিলি করলেন বিরশিবপুর শক্তি সংঘের সদস্যরা।
বীরশীবপুর শক্তি সংঘের সম্পাদক সোনাচাঁদ তুং বলেন, করোনা ভাইরাস যে ভাবে থাবা বসাচ্ছে তার থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।এবং আমরা সকলেই যাতে স্বাস্থ্য বিধান মেনে চলি তার জন্যে এলাকার বেশ কয়েকটি গ্ৰামে মাইকিং এবং মোটর সাইকেল করে আমরা লিফলেট বিলি করছি।এবং এলাকার সকল মানুষের কাছে আমাদের আবেদন আমরা যেন স্বাস্থ্য বিধান মেনে চলি।
Auto Amazon Links: No products found.