মাদার ডেয়ারি ক্যালকাটাকে ধ্বংস করতে চাইছে রাজ্য সরকার, অভিযোগ সিটুর


শুক্রবার,২০/০৩/২০২০
706

লাভজনক শিল্প প্রতিষ্ঠান মাদার ডেয়ারি ক্যালকাটাকে ধ্বংসের চক্রান্ত করছে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুললেন সিটুর রাজ্য নেতারা। সংগঠনের রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন, এই লাভজনক শিল্প সংস্থাকে বেসরকারিকরণ করার পথে নিয়ে যেতে চাইছে বর্তমান সরকার। সেই কারণেই উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। মাদার ডেয়ারি ক্যালকাটার অর্থ বেখরচ করার অভিযোগও তোলেন তিনি।

এরিন সিটুর পক্ষে দাবি করা হয় মাদার ডেয়ারি ক্যালকাটার গৌরবকে পুনরুদ্ধার করতে হবে এবং লক্ষ লক্ষ দুগ্ধ উৎপাদক ও প্রায় ৬০০ শ্রমিক কর্মচারীর চাকরির নিরাপত্তা সুরক্ষিত রাখতে হবে। মাদার ডেয়ারি ক্যালকাটাকে বাংলা ডেয়ারি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করার সরকারি আদেশ বাতিলেরও দাবি জানানো হয়। এইসব দাবিতে আগামী ২৩ মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভা অভিযানের কর্মসূচি নেওয়া হলেও করোনার কারণে তা বাতিল করা হয়েছে বলে এদিন সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট