রবিবার ‘জনতা কার্ফু’ চলার সময়ে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই ও সেকান্দ্রাবাদ শহরতলির ট্রেনগুলির সংখ্যাও ন্যূনতম করে দেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনাভাইরাস মোকাবিলায় রবিবার সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ‘জনতা কার্ফু’ পালনের আহবান জানিয়েছেন।আহ্বান জানিয়েছেন, ওই দিন সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া বাড়িতেই ‘বন্দি থাকার’।
Auto Amazon Links: No products found.