করোনা সংক্রান্ত আপডেট খবর


বুধবার,২৫/০৩/২০২০
1172

সব রাজ্যকে আর্থিক প্যাকেজ দিক কেন্দ্র। বুধবার নবান্নে এই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্য মেলেনি। সব রাজ্যকে আর্থিক প্যাকেজ দিক কেন্দ্র, দাবি জানান তিনি।দেড় হাজার কোটির প্যাকেজ দাবি করেন মমতা।

৮০ টি বেড বাড়ছে বেলেঘাটা আইডিতে। জানিয়েছেন মমতা। করোনায় মধ্যপ্রদেশে প্রথম মৃত্যু। দেশে মৃত্যু বেড়ে ১১। উড়িষ্যায় স্বাস্থ্যকর্মীদের অগ্রিম চার মাসের বেতন। একদিন অন্তর খোলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রামীণ শাখা।

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন সৌরভ গাঙ্গুলী প্রয়োজনে ইডেনের একাংশ কোয়ারেন্টাইন এর জন্য দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। সরকারের কাছে প্রস্তাব সৌরভের। করোনা রুখতে প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে রাজ্য। প্রবীণ ও অসহায়দের খাদ্য ঔষধ সরবরাহের উদ্যোগ। 500 জনকে নিয়োগ দৈনিক মিলবে 250 টাকা। জানালেন মুূখ্যমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী এদিন দিল্লিতে জানিয়েছেন, 21 দিনে আমরা করোনা যুদ্ধ জয় করবো। ঘরে থাকা একমাত্র উপায়। করোনা নিয়ে গুজবে কান দেবেন না, বলেন প্রধানমন্ত্রী। করোনার জবাব করুণায় দিতে হবে।  মহাভারতের যুদ্ধ জয় এসেছিল 18 দিনে। 21 দিনে আমরা করবো করোনা যুদ্ধ জয়। বললেন প্রধানমন্ত্রী।

অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে। অগ্রিম তিন মাসে রেশন দেয়া হবে মন্ত্রিসভার বৈঠকের পর জানালেন জাভড়েকর। অন্যদিকে, 2021 পর্যন্ত পিছলো টোকিও অলিম্পিক।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট