এ দিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী


বৃহস্পতিবার,২৬/০৩/২০২০
486

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও অর্থপ্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর সাংবাদিক সম্মেলন করে এক লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষনা করলেন দেশবাসীর জন্য।তাঁরা জানান, যে সমস্ত সংস্থার কর্মীসংখ্যা ১০০-র কম এবং সংস্থার ৯০ শতাংশ কর্মীর বেতন ১৫ হাজারের কম, তাদের হয়ে কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকাই জমা দেবে কেন্দ্র।

 

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জনসাধারণের জন্য একাধিক আর্থিক অনুদানের কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও। এবার থেকে ১০০ দিনের কর্মীদের দিন প্রতি মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হল। ষাটোর্ধ্ব ব্যক্তি, বিধবা এবং প্রতিবন্ধিদের অতিরিক্ত ১০০০ টাকা করে দেওয়া হবে প্রতিমাসে। দু’দফার কিস্তিতে এই টাকা মিলবে। গোটা দেশে প্রায় ৮০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে বলে মনে করছে সরকার।

 

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট