গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মোট মৃতের সংখ্যা ২৭৯১ । এপর্যন্ত স্পেনে ৭১৮, ইতালিতে ৭১২,ফ্রান্সে ৩৬৫, মার্কিন মুলুকে ২৬৮, জন। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৫, ৩৭৭ জন আক্রান্ত করোনায়। নতুন করে ১৭, ১৬৬ জনের দেহে করোনার প্রকোপ দেখা গিয়েছে। ইতালি এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রমমে তৃতীয় স্থানে। গত কয়েক সপ্তাহে ক্রমাগত মৃত্যু মিছিল স্তব্ধ করেছে গোটা দেশকে ।
Auto Amazon Links: No products found.