প্রযুক্তিকে কাজে লাগিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ক্লাস শুরু করতে চাইছে রাজ্য সরকার। বাড়িতে বসেই যাতে ছাত্রছাত্রীরা যাতে পড়াশুনা করতে পারেন তার জন্য পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা রয়েছি। দূরদর্শনের সঙ্গে রাজ্যের শিক্ষা দফতরের কথা হয়েছে। যাইহোক লকডাউনের মধ্যে রাজ্য সরকার নবম,দশম, এগাড়ো ও বারো ক্লাসের ক্লাস প্রযুক্তির সাহায্যে শুরু করে দেবার ভাবনা রয়েছে বলে জানান পার্থ চ্যাটার্জি। প্রথম থেকে অষ্টমশ্রেনী পর্যন্ত সকল ছাত্রকেই পরবর্তি ক্লাসে উত্তির্ন করতে হবে।
বৃহস্পতিবার কলকাতায় এইকথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন রাজ্য শিক্ষাদফতর এই সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্ত সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিকে মানতে হবে বলে জানান তিনি। পাশাপাশি প্রাথমিক স্তরের কোন ছাত্রছাত্রীকেই ফেল করানো যাবে না বলে জানান পার্থ চ্যাটার্জি।
TEKCOOL Mini Cooler for Room Cooling AC Portable Mini Fan Artic Cooler with 7 Colors LED Light, 1/2/3 H Timer, 3 Wind Speeds and 3 Spray Modes for Office,Home,Dorm,Travel1(Multicolor)
Now retrieving the price.
(as of সোমবার,২১/০৪/২০২৫ ১৫:২২ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)