কলকাতা থেকে স্বাস্থ্য দপ্তরের কিংবা পৌর দপ্তরের কোন আধিকারিক একদিনও খোঁজ-খবর নেননি এই করোনা পরিস্থিতিতে শিলিগুড়ি পুরসভার কি ঘাটতি আছে বা তাদের কি প্রয়োজন আছে। কলকাতা থেকে স্বাস্থ্য আধিকারিকরা উত্তরবঙ্গে এলেও তারা দার্জিলিং বা কালিম্পংয়ে চলে যাচ্ছেন। একবারের জন্যও শিলিগুড়ি পৌরসভায় পদার্পণ করেননি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে শনিবার এমনই অভিযোগ আনলেন শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। তিনি অভিযোগ করে বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের কাছ থেকে কোন অর্থ সাহায্য পায়নি শিলিগুড়ি পুরসভা। কিন্তু তা সত্বেও এই কঠিন পরিস্থিতিতে নাগরিকদের যাতে বিপাকে পড়তে না হয় তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে নিজেদের পয়সায়। শিলিগুড়ি পুরসভা বামফ্রন্ট পরিচালিত বলেই এ ধরনের বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন অশোকবাবু।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন অশোক ভট্টাচার্য
শনিবার,০৪/০৪/২০২০
718