সৌরভ গাঙ্গুলীর ফোন অশোক ভট্টাচার্যকে


মঙ্গলবার,০৭/০৪/২০২০
704

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে একাধিক উদ্যোগ নিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দাদের সাহায্যার্থে ও হাত বাড়িয়ে দিলেন তিনি। সৌরভ গাঙ্গুলী ফোন করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে। সোমবার অশোকবাবু জানান, সাহায্য করতে চেয়ে আজ ফোন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। দুঃস্থ দরিদ্র মানুষের ত্রাণের জন্য তিনি চাল দিতে চেয়েছেন। অশোক ভট্টাচার্য এদিন আরও জানিয়েছেন, মেয়র রিলিফ ফান্ডে ইতিমধ্যে চার লক্ষ আশি হাজার টাকা উঠেছে। বর্তমান যা পরিস্থিতি তাতে করে স্বাস্থ্য বিধি এবং লকটাউন মেনে না চলার কোন বিকল্প নেই। মানুষের কষ্ট হলেও এটা মেনে চলতে হবে।

কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই এটা মানছেন না। সরকারের নির্দেশে মুদিখানা ও সবজির দোকান খোলা রাখা হলেও অনেকেই বেশি বেশি করছে বলে এ দিন বলেন অশোকবাবু। বারবার ববলা সত্বেও ক্রমশ তা বাড়ছে বলেই মন্তব্য তার। সরকারি নির্দেশ মানুষকে মানতেই হবে। লকডাউন এর বিজ্ঞানসম্মত যুক্তি রয়েছে। এটা থালা বাজানোর মতো বা তালি বাজানোর মতো বিষয় নয়। প্রয়োজনে পুলিশ প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলে এ দিন জানান অশোক ভট্টাচার্য।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট