করোনার ত্রাসে বন্ধ নদিয়ার হাট


শুক্রবার,১৭/০৪/২০২০
801

করোনার ত্রাসে নদিয়ার অধিকাংশ হাট এখন বন্ধ। ভিড় যাতে না হয় এবং করোনা ভাইরাস যাতে ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকে তার জন্য স্থানীয় হাট অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিয়েছিল হাঁসখালি ব্লকের ময়ূরহাট ১নং গ্রাম পঞ্চায়েত। কিন্তু তাতেও ভিড় এড়ানো সম্ভব হয়নি । বাধ্য হয়ে ওই হাট বন্ধ করে দিলেন পঞ্চায়েত প্রধান রামপদ ঘোষ । সপ্তাহে দুদিন বিকালের দিকে এলাকায় ওই হাট বসতো। করোনার জেরে কৃষ্ণগঞ্জ ও হাঁসখালি ব্লকের বেশ কয়েকটি হাট ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে ।আশেপাশের এলাকা থেকে চাষিরা এবং ব্যবসায়ীরা সবজি নিয়ে হাজির হচ্ছিলেন ওই হাটে।প্রধান রামপদ ঘোষ জানান,”হাট সরিয়ে স্থানীয় একটি স্কুল মাঠে বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ।কিন্তু ওই স্কুল মাঠে হাট শুরু হতেই ভিড় বাড়তে থাকে । মানুষ এবং সমাজের কথা চিন্তা করে হাটটি বন্ধ করে দেওয়া হলো।তিনি আরো জানান বিষয়টি লিখিতভাবে বিডিওকে জানানো হয়েছে ।পঞ্চায়েতের এই পদক্ষেপে খুশি এলাকার মানুষ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট