রেলের সহযোগিতায় এবার PPE কিট বানাচ্ছে সাউথ ইস্টার্ন রেলের মহিলা ব্রিগেড


শুক্রবার,১৭/০৪/২০২০
735

রেলের সহযোগিতায় এবার PPE কিট বানাচ্ছে সাউথ ইস্টার্ন রেলের মহিলা ব্রিগেড। সাউথ ইস্টার্ন রেলওয়ে ওমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে এই কাজ চলছে, খরগোপুর এ। ইতিমধ্যেই হাজার কিট এর বরাত পেয়েছে তারা। ইতিমধ্যেই প্রায় 200 কিট তৈরি করা হয়েও গেছে বলে জানান, অর্গানাইজেশন এর সভাপতি প্রিয়া প্রধান ( drm er mrs) । আই সি এম আর এর নির্দেশমতো ও তার aapruval নিয়েই এই কাজ করছে রেল। আর রেলের কাজ করে দিচ্ছে খড়্গপুরের মহিলা ব্রিগেড। পাশাপাশি তারা তৈরি করছে মাক্স সহ বিভিন্ন ইকুপমেন্ট।। এই ppe কিট রেলের বিভিন্ন হাসপাতালে ডাক্তার ও নার্সদের দেওয়া হবে বলে জানান প্রিয়া প্রধান। সাউথ ইস্টার্ন রেলের অন্তর্গত বিভিন্ন হাসপাতালে ইকুইপমেন্ট গুলি পৌঁছে যাবে। যা করোনা যুদ্ধে সামিল ডাক্তার-নার্সদের কাজেই লাগবে বলেই মনে করছেন তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট