করোনার আবর্তে মদের দোকান খোলার বিরুদ্ধে প্রতিবাদ


সোমবার,০৪/০৫/২০২০
2615

রাজ্য সরকারের মদের দোকান খুলতে দিয়ে মদ বিক্রির ‘নো মাস্ক, নো লিকার’ নীতি কার্যত ‘মোর লিকার, মোর করোনা’ নীতিতে পরিণত হতে যাচ্ছে বলে আজ আশঙ্কা প্রকাশ করেন এস ইউসিআইর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। যে ভাবে স্বাস্হ্যবিধি ভঙ্গ করে মদ কেনার জন্য অনভিপ্রেত ভিড় জমছে ও কাড়াকাড়ি চলছে তা ঠেকাতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যার্থ।

এতে কমিউনিটি স্প্রেড বাড়বে ও সংক্রমণ রোখার সবরকম চেষ্টা ব্যাহত হবে। মত চন্ডীদাসবাবুর। এমনিতেই কোভিড প্রতিরোধে ও চিকিৎসায় মদ্যপান ক্ষতিকারক(চিকিৎসকদের উপদেশ)এবং লকডাউনে গৃহবন্দী দশায় যখন গাহর্স্হ্য উৎপীড়ন বাড়ছে বলে সমীক্ষায় প্রকাশ তখন এর দ্বারা গৃহবিবাদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন এসইউসিআইয়ের এই নেতা। তিনি বলেন, আমরা লকডাউন পিরিয়ডে রাজ্য সরকারের মদ বিক্রির এই ক্ষতিকারক নীতি প্রত্যাহারের দাবি জানাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট