আগামী সোমবার কলকাতা সহ রাজ্যে এবার চালু হচ্ছে বেসরকারি বাস ও মিনি বাস


বৃহস্পতিবার,১৪/০৫/২০২০
1003

আগামী সোমবার কলকাতা সহ রাজ্যে এবার চালু হচ্ছে বেসরকারি বাস ও মিনি বাস। তবে সমস্ত করোনা যুক্ত containment বা কনটাইনমেন্ট জোন অঞ্চলে যাবে না কোনো বাস।সেই কারণে বেশ কিছু রুটে বাসের চলাচল পরিবর্তন করা হয়েছে। সকাল 7 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত চলবে বাসগুলো। লক ডাউন ঘোষণার পর থেকে মার্চ এর শেষ সপ্তাহ থেকে বন্ধ বেসরকারি বাস ও। এই মুহার্তে রাজ্যের বেসরকারি বসের সংখ্যা 43 হাজার। তার 70থেকে 80% বাস এবার পথে নামতে চলেছে। তবে এবার বাসে চড়লে পকেট থেকে বার করতে হবে একলাফে 3 গুণ বেশি টাকা।

বাসের উঠলেই এবার দিতে হবে 25 টাকা। সর্বাধিক 50 টাকা পর্যন্ত দিতে হবে বেসরকারি বাসের ভাড়া। প্রত্যেক 2 কিলোমিটার অন্তরে বাস ভাড়া বেড়ে যাবে 5 টাকা হারে।একইভাবে মিনি বাসের সংখ্যা প্রায় 3000এর কাছাকাছি। তার বেশি ভাগ বাস চালাবেন মিনি বাস মালিক। মিনি বাসের ক্ষেত্রে ও ভাড়া প্রথম ধাপে থাকবে 30 টাকা। প্রতি 2 কিলোমিটারে ভাড়া বাড়বে 10 টাকা করে। গত পরশুই মুখ্যমন্ত্রী বেসরকারি বসের মালিক দের নিজেদের ভাড়া ঠিক করে দেওয়ার কথা বলেছিলেন। তাই সেই ভাবে বাস মালিক সংঘঠনের পক্ষ থেকে এই ভাড়ার সূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পরিবহন দফতর। এই মর্মে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে বাস মালিক সংঘঠনের গুলির সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে চূড়ান্ত বেসরকারি বসের ভাড়া তালিকা।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট