আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার গাছ


রবিবার,৩১/০৫/২০২০
768

আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার গাছ। মাটি থেকে গাছ উপড়ে গেছে। দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। সবুজায়নের ক্ষেত্রে যা বড় আঘাত বলা চলে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব মেদিনীপুর সহরাজ্যের জেলায় জেলায় আরফানের দাপটে লন্ডভন্ড হয়েছে এলাকা। বড় বড় গাছ উপড়ে গেছে। বনাঞ্চল থেকে পার্ক কিংবা রাস্তার ধারে কিংবা কোন এলাকাতেই আস্ত নেই বড় বড় গাছ। প্রকৃতির ক্ষেত্রে এইভাবে গাছ নষ্ট হয়ে যাওয়ায় এক বড় ভারসাম্যহীনতায় ভুগবে। গভীর আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতি কিভাবে কাটিয়ে ওঠা সম্ভব তা নিয়েই অরণ্য ভবনে বৈঠক করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। জানা গিয়েছে বৈঠকে আলোচনা হয়েছে এই ক্ষতিপূরণের জন্য আরো আরো বেশি করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হবে। আগামী বর্ষার মরসুমে সেই কাজ সম্পন্ন করতে হবে বলে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট