ভয় পান না ডাক্তারবাবু, করোনা আবহেও ছুটছেন


বৃহস্পতিবার,০৪/০৬/২০২০
790

কলকাতা কিংবা জেলা অধিকাংশক্ষেত্রেই ডাক্তারদের চেম্বার বন্ধ। করোনা আবহে সাধারণ মানুষ অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে পড়েছেন চরম বিপাকে। এরকম এক কঠিন সময়ে সাধারণ রোগীদের কাছে ত্রাতা হয়ে উঠেছেন ডাক্তার আশিস সরকার। কখনো উত্তর 24 পরগনা কিংবা কখনো নদীয়া বা অন্য জেলায় মানুষের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ছুটে চলেছেন তিনি। কখনো দেখছেন রোগী আবার কখনো দুস্থ মানুষের হাতে তুলে দিচ্ছেন ত্রান। সাধারণ মানুষ এই অতিমারির সময় কুর্নিশ জানাচ্ছেন করোনা যুদ্ধের এই সৈনিককে। পলতার বাসিন্দা আশিষবাবু শিশুদের অভিভাবকদের কাছে গিয়েও বোঝাচ্ছেন এই করোনা আবহে শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে এবং অবশ্যই মাস্ক পড়তে। ডাক্তারবাবু বলেন এই সময় যদি শিশুদের ক্ষেত্রে সাবধানতা না নেওয়া হয় তাহলে বয়স্কদের থেকে তাদের ছড়িয়ে পড়তে পারে এই মারণ রোগ।

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ডাক্তারবাবু যেমন নিজের চেম্বার খুলে রাখেন তেমনি রোজই সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে ছুটে যাচ্ছেন। এইভাবে করোনা যুদ্ধের সৈনিক হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। কুর্নিশ ডাক্তারবাবুকে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট