পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরল ৩০ জন রোগী


বুধবার,১০/০৬/২০২০
848

পশ্চিম মেদিনীপুর:- জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুর জেলায়। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরল ৩০ জন রোগী। হাসপাতালের তরফে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো প্রত্যেককে। করোনা লেভেল ১ হাসপাতাল থেকে একসাথে সুস্থ হয়ে বাড়ি ফিরলো ৩০ জন করোনা সংক্রমিত রোগী। সাফল্যে আপ্লুত হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা লেভেল ওয়ান হাসপাতালের সুপার নন্দন ব্যানার্জি জানিয়েছেন, চলতি মাসের ৭ তারিখ প্রত্যেকেই করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয় শহর সংলগ্ন করোনা লেভেল ওয়ান হাসপাতলে।

এরপর মঙ্গলবার মেদিনীপুর মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাবে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে প্রত্যেকের। এরপর বুধবার সকালে প্রত্যেককেই ছুটি দেওয়া হয় আয়ুস হাসপাতাল থেকে। তবে প্রত্যেককেই সাত দিনের জন্য হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।একসাথে এতজন সুস্থ হয়ে বাড়ি ফেরার ঘটনাকে নিজেদের সাফল্য বলেই দাবি করেছেন জেলার স্বাস্থ্য দফতরের কর্তারা। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরতে পেরে খুশি করনা সংক্রমিত রোগীরাও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট