রাজ্যপাল সাক্ষাতের সময় দিয়ে বাতিল করায়, রাজভবনের সামনেই ধর্নায় বসেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ


বুধবার,১০/০৬/২০২০
572

স্নাতক-স্নাতকোত্তর,প্রযুক্তিসহ বাকি কোর্স গুলির সকল ছাত্র ছাত্রীকে বিনা পরীক্ষায় উত্তীর্ণ করার দাবীতে এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফিস মুকুবের আবেদন জানাতে আজ রাজ্যপাল সাক্ষাতের সময় দিয়ে বাতিল করায়, রাজভবনের সামনেই ধর্নায় বসেন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ। পরে রাজভবনের অফিস থেকে ফোন করে আবেদন জানানোয় এবং শীঘ্রই পুনঃরায় সাক্ষাতের সময় দেবার আশ্বাস দেওয়ায় ধর্না তুলে নেওয়া হয়। প্রায় ২ঘন্টা রাজভবনের মূল ফটকের সামনে এই ধর্না চলে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট