“বিপর্যয় ও মহামারী মোকাবিলায় দক্ষতার সঙ্গে যখন লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী”- সুকান্ত কুমার পাল


বুধবার,১০/০৬/২০২০
666

হাওড়া,আমতা: একদিকে করোনার থাবা,অন্যদিকে আম্ফানের আঘাতে কার্যত লন্ডভন্ড বাংলার বিস্তীর্ণ অঞ্চল।বিপর্যয় ও মহামারী মোকাবিলায় দক্ষতার সঙ্গে যখন লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন সোশ্যাল মিডিয়ায় গুজব রটাচ্ছে বিজেপি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগই তুললেন গ্রামীণ হাওড়া জেলা তৃণমূল যুব সভাপতি সুকান্ত কুমার পাল।দলীয় নির্দেশ মেনে বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন করছেন সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্ব।আজ ছিল তার শেষ পর্ব।

শেষ পর্বে হাওড়ার শিবপুর ও আমতা বিধানসভা কেন্দ্রে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।আজ সকালে আমতা-২ ব্লকের জয়পুরে তৃণমূল কার্যালয়ে আমতা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল যুব সভাপতি সুকান্ত পাল,আমতা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমুল আলম,ছাত্রনেতা জন্মেঞ্জয় গুঁই সহ অন্যান্যরা।সুকান্ত কুমার পাল বলেন,”বাংলার গর্ব মমতা।বাংলার মা-মাটি-মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী জাতি-ধর্ম নির্বিশেষে করোনা ও আম্ফান মোকাবিলায় অকুতোভয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে,বিজেপি ব্যস্ত গুজব রটাতে।তেলেনিপাড়ার ঘটনা তারই দৃষ্টান্ত”।তাঁর অভিযোগ,”সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গার ভুয়ো ভিডিও ছড়িয়ে বাংলার বলে চালানো হচ্ছে।করোনা নিয়ে রটানো হচ্ছে বিভিন্ন গুজব।যদিও,এব্যাপারে তৎপর পুলিশ।”পাশাপাশি,তিনি জানান,”জেলার একমাত্র দ্বীপাঞ্চল ভাটোরার সাথে সংযোগকারী কুলিয়া ব্রিজের কাজ খুব শীঘ্রই শুরু হবে।ইতিমধ্যেই মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে।”

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট