১০০ দিনের কাজ করতে গিয়ে বন্দুক উদ্ধার হলো মেদিনীপুর শহর সংলগ্ন কালগাং থেকে


রবিবার,১৪/০৬/২০২০
660

পশ্চিম মেদিনীপুর:– ১০০ দিনের কাজ করতে গিয়ে বন্দুক উদ্ধার হলো মেদিনীপুর শহর সংলগ্ন কালগাং থেকে । রবিবার সকালে ১০০ দিনের কাজ করছিলেন শ্রমিকরা , সেই সময় তারা একটি ঝোপে বন্দুকটি দেখতে পান । খবর ছড়িয়ে পড়তে মুহূর্তে প্রচুর লোক জমে যায় বন্দুক দেখতে । গুড়গুড়িপাল থানার পুলিশ এসে বন্দুকটি উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ বলছে বন্দুকটি কে বা কারা সেখানে রেখেছে তার তদন্ত শুরু হয়েছে ।

এদিকে বন্দুক উদ্ধারের ঘটনায় এলাকায় মৃদু চাঞ্চল্য তৈরি হয়েছে । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য কাঁসাই নদী সংলগ্ন রাস্তায় নির্জনতার সুযোগে প্রায়ই চুরি ছিনতাই হয়ে থাকে । এলাকাবাসীর দাবি এই এলাকায় রোজ দুবেলা পুলিশ টহল দিলে দুষ্কৃতকারীদের উপদ্রব কিছুটা হলেও কমবে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট