আগামী ২৩ জুন রথযাত্রায় প্রভু জগন্নাথের সেবায় থাকবেন ৫ হাজার সেবায়েত। পুরীর মন্দির অঞ্চল জুড়ে জারি থাকবে ১৪৪ ধারা।মন্দির সোসাইটির পক্ষ থেকে তিনটি হাতি রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। এবারের পুরীর রথযাত্রার বড় চমক এই হাতিই। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কর্মী মোতায়েন থাকলেও রথের দড়ি টানবেন ৫ হাজার সেবায়েত। জানা গিয়েছে সেবাইতদের মাধ্যমেই ২৩ জুন প্রভু জগন্নাথ দেবের রথ টানা হবে। ২৩ জুন সকাল ১১ টা থেকে দুপুর বারোটার মধ্যে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে জগন্নাথ দেবের রথ। আইন শৃঙ্খলা বজায় রাখতে হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে ওই অঞ্চলে।
পুরীর রথ টানবেন ৫ হাজার সেবায়েত
রবিবার,১৪/০৬/২০২০
2938

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: