বাগনানে সেভ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ফুলের মালা ও মোমের আলোয় শহীদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন


বৃহস্পতিবার,১৮/০৬/২০২০
704

হাওড়া,বাগনান: ভারতীয় জওয়ানদের নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে চীনা দ্রব্য বর্জনের ডাক দিয়ে বুধবার সন্ধ্যায় বাগনানে সেভ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ফুলের মালা ও মোমের আলোয় শহীদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হয় । নিহত সৈনিকদের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। বীর সৈনিকদের ছবিতে মোমবাতি জ্বালা হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার চন্দ্রনাথ বসু, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মানস বসু, বিশিষ্ট শিক্ষক বিভাস সামন্ত এবং এলাকার ছাত্র-ছাত্রী সহ অসংখ্য শিক্ষানুরাগী মানুষ।

ভারতীয় জওয়ানদের উপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করে চন্দ্রনাথবাবু বলেন যাঁরা নিজেদের জীবন বিপন্ন করে আসমুদ্রহিমাচল ভারতবর্ষের অখন্ডতা রক্ষা করে চলেছেন, যাঁদের সতর্ক প্রহরায় আজ ১৩০ কোটি ভারতবাসী নিরাপদে রয়েছেন সেই সব বীর সেনা জওয়ানদের উপরে এই ধরনের কাপুরুষোচিত আক্রমনকে ভারতবাসীরা কখনও মেনে নেবেন না। তিনি রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে অবিলম্বে এই নিন্দনীয় ঘটনার সমুচিত জবাব দেওয়ার দাবি তোলেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট