বেসরকারি স্কুল তাদের ফিস বৃদ্ধিতে আসলে দায়ী কে ?


বৃহস্পতিবার,১৮/০৬/২০২০
689

করোনা আবহের জেরে যখন স্কুল বন্ধ সেই সময় একের পর এক বেসরকারি স্কুল তাদের ফিস বৃদ্ধি ঘটাচ্ছে। এই নিয়ে অভিভাবকদের মধ্যে ক্রমশ ছড়াচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন রেখেছিলেন বর্তমান পরিস্থিতিতে যাতে কোনভাবে ফিস বৃদ্ধি না ঘটানো হয়। মুখ্যমন্ত্রী সেই আবেদনকে থোড়াই কেয়ার না করে একের পর এক বেসরকারি স্কুল ফিস বৃদ্ধির সিদ্ধান্ত চালিয়ে যাচ্ছে। বিজেপির সর্বভারতীয় সম্পাদক বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা এই নিয়ে রাজ্য সরকারকে তোপও দাগেন।

বামপন্থী ছাত্র সংগঠনগুলো রাস্তায় নেমে এর প্রতিবাদ জানিয়েছে অনেকবার। কিন্তু তারপরও একেরপর একটি স্কুল এইভাবে ফিস বৃদ্ধি ঘটানোয় অভিভাবকরা নেমে এলেন রাস্তায়।লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র টিউশন ফি দেওয়ার দাবিতে গড়িয়ার বিডি মেমোরিয়ালে অভিভাকদের বিক্ষোভ। এনএসসি বোস রোড অবরোধ করেন অভিভাবকরা। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিভাকদের দাবি, লকডাউনের জেরে স্কুল বন্ধ। এই পরিস্থিতিতে শুধু টিউশন ফি দিতে চান তাঁরা। কিন্তু অবস্থানে অনড় স্কুল কর্তৃপক্ষ। এই দিন সকাল ১১:৩০ থেকে টানা এনএসসি বোস রোড অবরোধ করেন অভিভাবকরা। পুলিশের হস্তক্ষেপে আধ ঘণ্টা পর বিক্ষোভ ওঠে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট