ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য গাপ্পি মাছ ছাড়া হবে


সোমবার,২৯/০৬/২০২০
579

কলকাতা: আজ কলকাতা পুরসভার বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য গাপ্পি মাছ ছাড়া হবে। কারণ এই গাপ্পি মাছ দ্রুতগতিতে এডিস মশার লার্ভা খেয়ে ফেলে। ফলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে এবং এর পাশাপাশি ইনস্টিটিউশন অর্থাৎ সরকারি-বেসরকারি অফিস এবং প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে সার্ভিলেন্স করা হবে। এবং সেসব জায়গায় বারবার করে পরিষ্কার রাখা হবে যাতে কোথাও কোনও জল না জমে। যে সমস্ত অপরি তত্ত্ব জায়গা, জমি বা পুকুর রযেছে সেখানে জমির মালিকদের পরিষ্কার করার জন্য বলা হবে এবং সেইসঙ্গে তাদেরকে 496 এ নোটিফিকেশন দেওয়া হবে ।কলকাতা পৌরসভার কর্মীরা পরিষ্কার করে দেবে এবং জমির মালিকের কাছ থেকে টাকা ধার্য করা হবে।প্রতিটি মানুষকে নিজে থেকে সতর্ক হতে হবে। নিজের বাড়ির চারপাশে এবং নিজের বাড়ির সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে বলে জানান তিনি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট