পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ এর সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


সোমবার,০৬/০৭/২০২০
7513

কলকাতা : দেশবাসীর মধ্যে বিদেশি বিশেষ করে চিনা দ্রব্য বর্জনের একটা হিড়িক পড়েছে। ভারতীয় সেনা জওয়ানদের ওপর চীনা সৈনিকদের নির্মম আক্রমণের পর দেশীয় জাতীয়তাবোধ বৃদ্ধি পেয়েছে। এমন কি টিকট্ক সহ একাধিক চিনা অ্যাপ বর্জন করা হয়েছে দেশের সরকারের তরফ থেকে। ঠিক সেইসময় বাংলায় তৈরি হলো সম্পূর্ণ স্বদেশী একটি অ্যাপ। সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

বিভিন্ন বিদেশি অ্যাপ এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। এই সব বিদেশি অ্যাপে নিজেদের তথ্য আদৌ কতটা গোপন থাকে তা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন ওঠে। আবার আধারের গ্রহণযোগ্যতা নিয়েও বিভিন্ন সময়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আধার নিয়ে বহুবার সোচ্চার হয়েছেন। আধারের মধ্য দিয়ে তথ্য গোপন থাকছে না বলে অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ নতুন একটি অ্যাপ এর সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে তিনি আশ্বস্ত করলেন এই অ্যাপ সম্পূর্ণভাবে নিজের তথ্যকে নিশ্চিত করবে। সোমবার নবান্ন সভাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাপের সূচনা করলেন নিজের হাতে। অ্যাপের নাম সেল্ফ স্ক্যান (SS)। মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাপ উদ্বোধন করে বললেন বাংলার আইটি ডিপার্টমেন্ট এই অ্যাপ তৈরি করেছে। সম্পূর্ণ স্বদেশী এই অ্যাপটি গোটা দেশের গোটা বিশ্বের মানুষের কাছে আবেদন রাখলেন এই অ্যাপ ব্যবহার করার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট